ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

পাকিস্তানে সালিসে ভাইয়ের অপরাধে বোনকে ধর্ষণ

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

পাকিস্তানের একটি গ্রাম্য সালিস বৈঠকে ভাইয়ের অপরাধে তার কিশোরী বোনকে ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে। মুলতানের একটি প্রত্যন্ত গ্রামে সালিসের নির্দেশে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ধর্ষণে অভিযুক্ত প্রধান দুই আসামীসহ বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সালিস বৈঠকের ওই সিদ্ধান্তে দুইটি মেয়ের পরিবারও জড়িত ছিল।

এ ঘটনায় একটি রুল জারি করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সেখানে পাঞ্জাব পুলিশ প্রধানকে প্রতিবেদন দিতে নির্দেশ দিতে বলা হয়েছে।

আল্লাহ বক্স নামের একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, চলতি মাসের শুরুর দিকে ওই গ্রামের জিরগায় (গ্রাম্য দরবার) একজন ব্যক্তি অভিযোগ করেন যে, যে তার ১২ বছরের বোনকে ধর্ষণ করা হয়েছে। এরপর সালিস বৈঠকে শাস্তি হিসেবে ওই ধর্ষণকারীর ১৬ বছরের চাচাতো বোনকে ধর্ষণ করার আদেশ দেয়া হয়।

পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েটিকে জোর করে সালিসি বৈঠকে নিয়ে বাবা-মার উপস্থিতিতেই সবার সামনে তাকে ধর্ষণ করা হয়। পরে মেয়ে দুইটির মা স্থানীয় থানায় অভিযোগ করেন। শারীরিক পরীক্ষায় দুই মেয়েই ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

আর/ডব্লিউএন