দেশে ফিরে প্রধানমন্ত্রীকে দেখতে চান সিদ্দিকুর
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৫ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

পুলিশের টিয়ারশেলের আঘাতে দুই চোখ হারাতে বসা কলেজছাত্র সিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা হন সিদ্দিকুর।
এদিন সকালে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার সময় সিদ্দিকুর সবার দোয়া চান।
তিনি গণমাধ্যমকে বলেন, চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। আমি যেন চোখে দৃষ্টি ফিরে পাই। আমার প্রথম আর্জি, দেশে এসেই যেন প্রধানমন্ত্রীকে দেখতে পারি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার খরচসহ সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় তাকে নেওয়া হচ্ছে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে।
সিদ্দিকুরের সঙ্গে চেন্নাই গেলেন তার ভাই নওয়াব আলী ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন।
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ডা. মেনন বলেন, আজ রাতে সেখানে থাকব, কাল ডাক্তারের সঙ্গে দেখা করব। শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া আছে।
তিনি বলেন, তার একটা চোখ ড্যামেজ হয়ে গেছে, সেটার বিষয়ে আমরা আশা করি না। আরেকটা চোখ যেটাতে একটু আলো পায়, সেটার বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। সার্জারি, টেস্টের পর বুঝতে পারব কতোটা আলো আসে। ঠিক এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।
আর/ডব্লিউএন