ভারতে এবার খোলা জায়গায় মলত্যাগ নিয়ে চলচ্চিত্র
প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৯ পিএম, ২৭ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

ভারতে ৫০ কোটি মানুষের জন্য পর্যাপ্ত শৌচাগার নেই। এর ফলে বিরাট সংখ্যক জনগোষ্ঠী মল-মূত্র ত্যাগ করেন খোলা জায়গায়, মাঠে বা জঙ্গলে। এসব জায়গায় মলত্যাগ করার কারণে অনেক নারীকেই ধর্ষণসহ যৌন হয়রানির শিকার হতে হয়।
এবার এসব বিষয় নিয়ে হিন্দি ভাষার একটি সিনেমা তৈরি হয়েছে দেশটিতে যার নাম `টয়লেট-এক প্রেম কাথা`।
সিনেমাটি বানানো হয়েছে এমন সময়, যখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়িতে বাড়িতে আরো শৌচাগার তৈরির উদ্যোগ নিয়েছেন।
সিনেমার অভিনেতা অক্ষয় কুমার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে এবং এই সিনেমার বিষয়বস্তু শুনে খুশি হয়েছেন। তিনি বলেন, ভারতকে পরিষ্কার রাখতে একটা ছোট প্রয়াস বলতে পারেন।
সিনেমাটিতে মূল নারী চরিত্রে অনিয় করা ভূমি পেডনেকার বলেন, সমাজের খুব বড় একটা সমস্যাকে তুলে ধরা হয়েছে সিনেমায়। তিনি বলেন, খোলা স্থানে মল ত্যাগ বড় ধরনের অস্তিকর। আমার মনে হল আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে এভাবে।
আর/ডব্লিউএন