মাদকাসক্তদের পুনর্বাসনে এক দিনের বেতন দেবে পুলিশ
প্রকাশিত : ০৯:১০ এএম, ৩১ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ৩১ জুলাই ২০১৭ সোমবার

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তহবিল গঠন করতে এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ। দেশের সব পুলিশ সদস্য তাদের একদিনের বেতন দেবেন সারা দেশে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে। রোববার পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত হয়।
আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে দিনব্যাপী ওই সভায় দেশের সব কটি মেট্রোপলিটন সিটির পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই আইজিপি একেএম শহীদুল হক মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা তৈরি করতে নির্দেশনা দেন।
আইজিপি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের যে কোনো মূল্যে আইনের আওতায় নেয়ার ঘোষণা দেন। একপর্যায়ে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তহবিল গঠনের সিদ্ধান্ত হয়।
//এআর