ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

আরও দুই হজ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৩১ জুলাই ২০১৭ সোমবার

ভিসা জটিলতা ও হজযাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দু`টি সিডিউল হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া হজ ফ্লাইট দু`টির মধ্যে বিজি-৩০২৯ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে এবং বিজি-৩০৩১ মঙ্গলবার ভোর ৪টা ৫৫ মিনিটে সৌদির উদ্দেশে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

ভিসা জটিলতায় ও হজযাত্রী সংকটের কারণে এ নিয়ে বিমানের মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হলো। এসব হজযাত্রীর ভিসা জটিলতা কাটলে শিগগিরই তাদের অন্য ফ্লাইটে সৌদি আরব পাঠানো হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। শাহজালাল থেকে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায় ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ হবে ৫ অক্টোবর।

আরকে/ডব্লিউএন