ভারতে গরু মন্ত্রণালয় হচ্ছে
প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১ আগস্ট ২০১৭ মঙ্গলবার

ভারতে গরু বিষয়ক আলাদা মন্ত্রণালয় করার জন্য অনেকে পরামর্শ দিয়ে আসছেন। সরকারও এ বিষয়ে চিন্তা-ভাবনা করছে। দেশটির উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে সংবাদ সম্মেলনে বিজেপির সভাপতি অমিত শাহ এ তথ্য জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, সাধু সন্তদের একটা দীর্ঘদিনের দাবি ছিল পৃথক গো-মন্ত্রণালয়ের। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারে আছে, এ নিয়ে চিন্তার কারণ নেই।
ভারতের রাজস্থানে বিজেপি শাসিত সরকারের অধীনে গো-পালন মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী এবং একটি নির্দেশনালয় রয়েছে। এখানে দুই মন্ত্রী ছাড়াও সেখানে ডিরেক্টর, চতুর্থ শ্রেণীর কর্মীসহ ২৩ জন কাজ করেন।
বিজেপি সভাপতি অমিত শাহ যখন এ কথা বলেন ওই সময় তার পাশেই ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যিনি বেশ কয়েকবছর আগেই গো-রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের আলাদা মন্ত্রণালয় তৈরির দাবি জানিয়েছিলেন।
//আর//এআর