ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

আশুলিয়ায় ঝুটের ৫ গুদাম পুড়ে ছাই

প্রকাশিত : ১০:৫০ এএম, ২ আগস্ট ২০১৭ বুধবার

আশুলিয়ার ভাদাইল এলাকায় মঙ্গলবার মধ্যরাতে পাঁচটি ঝুটের গুদাম আগুনে পুড়ে গেছে পরে ফায়ার ব্রিগেডের সাতটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,  রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক গোলযোগ বা কারও ফেলে দেওয়া সিগারেটের টুকরো থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

আগুনে গুদামঘরে থাকা সব মালামাল পুড়ে গেছে। ঘটনার সময় ঘরগুলোর ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী একজন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার পর ভাদাইল পবনার টেক এলাকার মতিন মিয়ার ঝুটের গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের আরও কয়েকটি টিনশেড ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

 

//আর//এআর