ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বার আইসিইউতে

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২ আগস্ট ২০১৭ বুধবার

কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বার গেল প্রায় তিন মাস ধরে অসুস্থ। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা থেকে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে, এর পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বুধবার (২ আগস্ট) সকালে আবদুল জব্বারের ছোট ছেলে বাবু জব্বার গণমাধ্যমকে বলেন, ‌‘হঠাৎ করেই বাবার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে। গত রাতেই তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়া  হয়েছে ।

বাবু আরও বলেন, সমস্যা হচ্ছে তিনি এখন কাউকে ঠিক মতো চিনতে পারছেন না। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু সেই সামর্থ্য আমাদের এখন নেই। এখন আমরা কী করবো? সেটাই বুঝে উঠতে পারছি না।

এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর দুটি কিডনিই বর্তমানে নষ্ট হয়ে গেছে । উন্নত চিকিৎসার জন্য দ্রুত আবদুল জব্বারকে দেশের বাইরে নেয়া প্রয়োজন বলে মনে করছেন তার চিকিৎসক ও পরিবারের সদস্যরা। এক্ষেত্রে সরকার কিংবা কোনো প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলেও তারা মনে করছেন।

প্রসঙ্গত, আব্দুল জব্বার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন `স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’সহ এরকম বহু জাগরণী মূলক গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।

তার গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘জয় বাংলা বাংলার জয়’ গান তিনটি ২০০৬ সালে মার্চ মাসজুড়ে বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় অর্ন্তভুক্ত হয়। এছাড়া তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত তিনটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার- বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।

/ কে আই//এআর