ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

বিজিবিতে ১৫ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ০৯:২২ পিএম, ৪ আগস্ট ২০১৭ শুক্রবার

বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) জনবল বাড়াতে আরো ১৫ হাজার জনকে নিয়োগ প্রদানের জন্য সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে। এ নিয়োগ সম্পন্ন হলে বিজিবি’র লোকবল ৬৫ হাজারে উন্নীত হবে। বর্তমানে এই সংস্থায় ৫০ হাজার লোকবল কর্মরত আছে।

বুধবার রাজধানীর পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, বিজিবি’র সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনেই এ সংস্থায় আরো ১৫ হাজার জনবল নিয়োগদানে সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে।