ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বৈধপথে গরু আনতে বাধা নেই: বিজিবি মহাপরিচালক

প্রকাশিত : ১১:০৫ পিএম, ২ আগস্ট ২০১৭ বুধবার

বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, সীমান্ত পারি দিয়ে ভারত থেকে বৈধপথে গরু আনতে কোনো বাধা নেই। এবারের কোরবানীর ঈদকে সামনে রেখে বৈধ আমদানিকারকরা গরু আনতে পারবেন।

বুধবার রাজধানীর পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এসব তথ্য জানান।

এসময় তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসার আশংকা রয়েছে। অস্ত্রপাচার রোধে বিজিবি আট থেকে ১০টি ঝুঁকিপূর্ণ সীমান্ত অঞ্চল চিহ্নিত করেছে।

সীমান্ত হত্যা সম্পর্কে মহাপরিচালক বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সব সময় বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানোসহ সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে তাগিদ দেয়া হয়েছে। তারাও সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ।

কেআই/টিকে