ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

হজযাত্রায় অনিশ্চয়তা

দায়ী কাউকে ছাড় নয় : ধর্মমন্ত্রী

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার

ভিসা সংক্রান্ত জটিলতায় হজযাত্রা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দ্রুত কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি সংকটের জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করে বলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিউর রহমান এসব কথা বলেন।

দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকের এমন প্রশ্নে মতিউর রহমান বলেন, লাইসেন্স বাতিল, জরিমানাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। দায়ী এজেন্সিগুলোর কাউকে ক্ষমা করা হবে না।

ধর্মমন্ত্রী বলেন, বারবার তাগিদ দেওয়ার পরও হজ এজেন্সিগুলো সময়মতো পদক্ষেপ নেয়নি। হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার জন্য হজ এজেন্সিগুলোই দায়ী। হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা আমরা উদঘাটন করতে পেরেছি। দ্রুতই এ সংকটের সমাধান হবে। সৌদি দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। যে হজযাত্রীরা ভিসা পাননি, তাঁরা এখন ভিসা পাচ্ছেন।

মন্ত্রী বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই সবার ভিসা হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যেক হজযাত্রী হজ করতে যেতে পারবেন।

সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ২৪ জুলাই থেকে বাংলাদেশ হজযাত্রী পরিবহন শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস হজযাত্রী পরিবহন করছে।

ধর্মমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত ৫২ হাজার ৬০০ জনের ভিসা হয়েছে। তাঁদের মধ্যে ৩২ হাজার ৫০৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

//এআর