ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

দিল্লিতে লঙ্গরখানা খুললেন গম্ভীর

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৩ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪২ পিএম, ৬ আগস্ট ২০১৭ রবিবার

বলিউডের তারকাদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে যতটা সম্পৃক্ত দেখা যায় সে তুলনায় ভারতীয় ক্রিকেটারদের কথা তেমন শোনা যায়নাকিন্তু আয়ের বিবেচনায় ভারতে অনেক তারকা ক্রিকেটার সেদেশের শীর্ষ ধনীদের তালিকায় রয়েছেন।

তবে কিছুটা ব্যতিক্রমী দেখা গেলো আইপিএলের শীর্ষ দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গাম্ভীর।

মঙ্গলবার থেকে দিল্লিতেগরীবদের জন্য একটি লঙ্গরখানা খুলেছেন গাম্ভীর। সারা বছর বেলা একটা থেকে তিনটার মধ্যে যে কেউ এসে সেখানে বিনা পয়সায় দুপুরের খাবার খেতে পারবেন।

এ বিষয়ে টুইটারে গম্ভীর লিখেছেন, একজন ক্ষুধার্তকে খাওয়ানোর মত তৃপ্তি বোধ হয় আর কিছুতেই নেই। কাউকে যেন ক্ষিদে নিয়ে বিছানায় যেতে না হয় সে বিষয়ে আমাদের সবার সচেতন হওয়ার দরকার।

তার এই উদ্যোগে সাহায্যের প্রস্তাব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খান।

গৌতমের টুইটারে শাহরুখ লিখেছেন, ক্যাপ্টেন বলুন আপনার কাজে আমি কীভাবে সাহায্য করতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

 

আর/টিকে