ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

কাল ভিটামিন ‘এ’ খাবে দুই কোটি শিশু

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৪ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:৩৩ এএম, ৫ আগস্ট ২০১৭ শনিবার

আগামীকাল শনিবার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটির বেশি শিশুদের বিনামূল্যে ভিটামিনক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর‌্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

এসময়ের মধ্যে ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে প্রচার করা হবে পুষ্টিবার্তা।

এদিন সারাদেশে প্রায় ২ কোটি ২৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

 

//আর//এআর