ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

গায়ে হলুদ থেকে ফেরার পথে প্রাণ গেল যুবকের

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৫ আগস্ট ২০১৭ শনিবার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের আজ শনিবার ভোররাতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শুভ্র বিশ্বাস (১৮) নামের এক এক ছাত্র নিহত হয়েছেন। রায়হান নামে অপর একজন আহত হয়েছেন।

নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুভ্র বিশ্বাস ঢাকা কমার্স কলেজের ছাত্র ছিলেন। শুভ্র নিহত হওয়ার খবরে ঢামেকে ভিড় করেন তাঁর সহপাঠীরা।

তাঁর সহপাঠীরা জানান, এক বন্ধুর বড় ভাইয়ের একটি গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মিরপুরে বাসার দিকে ফিরছিলেন শুভ্র ও রায়হান। পথে শহীদ মিনারের সামনের সড়কে দুর্ঘটনায় তাঁরা হতাহত হন।

//আর//এআর