ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

বিকেলে গ্রেপ্তার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১০ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৬ পিএম, ১০ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বুধবার বিকেলে গ্রেপ্তারের পর গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেওড়া গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া (৩৫) ওই গ্রামেরই বাসিন্দা। বৃহস্পতিবার সকালে মামুনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, একটি মামলায় বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাঁকে নিয়ে দেওড়া গ্রামে অভিযানে যায় পুলিশ সদস্যরা। এ সময় সেখানে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। উভয় পক্ষের গুলাগুলিতে মামুন নিহত হন।

আর