ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

মুন্সীগঞ্জে ব্যারাকে নারী কনস্টেবলের লাশ

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১০ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৩ এএম, ১১ আগস্ট ২০১৭ শুক্রবার

মুন্সীগঞ্জ সদর থানার পাশে নারী ব্যারাক থেকে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ফরিদা আক্তারের (২০) লাশটি উদ্ধার করা হয়। ফরিদা আক্তার মানিকগঞ্জের শিবালয় থানার লক্ষ্মীপুরা গ্রামের ফরিদ দেওয়ানের মেয়ে। তিনি এক বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন। তাঁর ব্যাচ নম্বর ৮৪০।

মুন্সীগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, রাতে কনস্টেবল ফরিদার মৃত্যুর খবর পায় পুলিশ। পরে থানার পাশে নারী ব্যারাক থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আর/ডব্লিউএন