ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

ঘরে ঢুকে স্ত্রীকেই ‘ধর্ষণ’

প্রকাশিত : ১১:৫১ এএম, ১৫ আগস্ট ২০১৭ মঙ্গলবার

পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেমে গেছে তলানিতে। দুজন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই আনুষ্ঠানিকতার আগে দুজনের থাকছেন পৃথক। এমতাবস্থায় স্ত্রীর ঘরে ঢুকে তাকে জোর করে ‘ধর্ষণ’ করেন স্বামী। ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম শহরের।


এই অভিযোগে ওই শহরের বাসিন্দা কুলদ্বীপ সিংকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে বেশ কিছুদিন ধরে তিনি ও তাঁর স্ত্রী আলাদা থাকতেন। এর মধ্যেই চলতি মাসে তিনি স্ত্রীর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি স্ত্রীকে ধর্ষণ ও তাঁর সঙ্গে অপ্রাকৃতিক শারীরিক সম্পর্ক করেন। এ ঘটনায় গত ৯ আগস্ট কুলদ্বীপকে গ্রেফতার করে পুলিশ।

কুলদ্বীপের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন আলাদা বসবাস করছিলেন ওই দম্পতি। সম্প্রতি কুলদ্বীপ জোর করে তাঁর স্ত্রীর বাসায় ঢোকেন। তারপর তাঁকে ধর্ষণ করেন।
সূত্র : জিনিউজের।