ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

মিশন ইম্পসিবলের ঝুঁকিপূর্ণ শুটে আহত টম ক্রুজ

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৫ আগস্ট ২০১৭ মঙ্গলবার

মিশন ইম্পসিবল -৬ ছবির শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন টম ক্রুজ। সেট থেকে লাফ দেওয়ার দৃশ্যে শট দিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি।


আগামী বছরের ২৭ জুলাই ছবিটি মুক্তি পাবে। তাই অনেকটা জোরেশোরে শুটিং চলছে হলিউড ছবিটির। লন্ডনে চলছে ছবিটির এই মুহূর্তের শুটিং। ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্টম্যানের সহযোগিতা ছাড়াই শট দেন তিনি। মিশন ইম্পসিবল ৬ প্রযোজনা করছে প্যারামাউন্ট ও সড়াইড্যান্স প্রোডাকশনস। আর সহ-প্রযোজক টম ক্রুজ।
//আর//এআর