দীপন হত্যার প্রতিবেদন ফের পেছাল
প্রকাশিত : ০১:১০ পিএম, ১৬ আগস্ট ২০১৭ বুধবার

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্যয় করেছেন আদালত । ঢাকার মহানগর হাকিম গোলাম নবী বুধবার এ দিন ধার্যে করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ফজলুর রহমান বুধবার নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেন নি।
এ নিয়ে প্রতিবেদন দাখিলে মামলার তদন্ত কর্মকর্তা মোট ১৯ বার সময় পেলেন বলে আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন জানান।
২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিনই লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়।
দীপন হত্যার ঘটনায় শাহবাগ থানায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমানের করা মামলায় তিন জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো- মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম।
হত্যার ঘটনায় শামীম ১৬৪ ধারায় হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবুরকেও কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
//এআর