ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

প্রকাশিত : ১১:১৪ এএম, ১৮ আগস্ট ২০১৭ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এসে ভিড় করছেন টিকিটপ্রত্যাশীরা। আজ দেওয়া হচ্ছে ২৭ আগস্টের ট্রেনের টিকিট।


কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, মোট ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। ভিড় থাকলেও তা অসহনীয় নয়।
ট্রেনের অগ্রিম টিকিট ২২ আগস্ট পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনের নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ৮টা থেকে দেওয়া হবে।


ঈদুল আজহার পাঁচ দিন আগে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ২৯ আগস্ট থেকে সাত জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।


কোনদিনের টিকিট কবে  
*২৭ আগস্টের ট্রেনযাত্রীদের টিকিট ১৮ আগস্ট
*২৮ আগস্টের যাত্রীদের টিকিট ১৯ আগস্ট
*২৯ আগস্টের যাত্রীদের টিকিট ২০ আগস্ট
*৩০ আগস্টের যাত্রীদের টিকিট ২১ আগস্ট
*৩১ আগস্টের যাত্রীদের অগ্রিম টিকিট ২২ আগস্ট বিক্রি করা হবে।