ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২০ আগস্ট ২০১৭ রবিবার

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পৌলি নদীর ওপর নির্মিত রেল সেতুর নিচের মাটি সরে যাওয়ায় রোববার ভোর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে

এ রুটে শেষ ট্রেন গেছে ভোর ৪টার দিকে । সেতুর নিচে মাটি ঠিক না করা পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে বলে জানা গেছে।

কালিহাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, জয়দেবপুর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানটি পরিদর্শন করেছে। এখন মাটি ভরাটের কাজ চলছে, কাজ শেষ হলে আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

 

//আর//এআর