ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

দুপুর পরই স্বাভাবিক উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২১ আগস্ট ২০১৭ সোমবার

টাঙ্গাইলের পৌলী নদীর ওপর রেলসেতু রোববার ভোরে ধসে যাওয়ায় উত্তর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ধসে যাওয়া অংশের মেরামত কাজ চলেছে

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, ধসে যাওয়া নিচের অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে, পাশাপাশি বালুর বস্তা ও গ্র্যান্ডিংয়ের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুরের মধ্যেই মেরামত সম্পন্ন হয়ে যাবে।

তিনি বলেন, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে প্রথমে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি রেলসেতুর ওপর দিয়ে চলবে। আর এর মধ্য দিয়েই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পৌলী সেতুর ওপর রোববার সকাল ৬টার দিকে রেলসেতুর নিচ থেকে মাটি সরে যেতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। পরে স্থানীয় লোকজন লাল কাপড় টানিয়ে সতর্কসংকেত দেখান। এ সময় নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন স্থানীয় লোকজন।

 

//আর//এআর