মাদারীপুরে নিতু হত্যায় এক আসামির ফাঁসি
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২১ আগস্ট ২০১৭ সোমবার

মাদারীপুরের স্কুলছাত্রী নিতু মণ্ডল হত্যা মামলার আসামি মিলন মণ্ডলের ফাঁসির রায় দিয়েছেন আদালত। সোমবার মাদারীপুরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ আসামির উপস্থিতিতে এক বছর আগের আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে (১৪) গত বছরের ১৮ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হয়।
ওই হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী নিতুর ছোট ভাই দীপ্ত মণ্ডলের গৃহশিক্ষক মিলন মণ্ডলকে আটক করে পুলিশে হস্তান্তর করে ।
নিতুর বাবা নির্মল মণ্ডল ওই রাতেই কালকিনি উপজেলার ডাসার থানায় মিলনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নবগ্রামের মৃত বীরেন মণ্ডলের ছেলে মিলন মণ্ডল কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক (সন্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
দীপ্তর গৃহ শিক্ষক হওয়ার সুযোগ নিয়ে তিনি নিতুকে নানাভাবে উত্ত্যক্ত করতেন বলে মামলার বিবরণে জানা যায়। মিলন পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
তদন্ত শেষে চলতি বছর ২৮ জানুয়ারি পুলিশ মিলনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে আদালত তার বিচার শুরু করে।
/ কে আই//এআর