ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

মিল্কীওয়ে

কাজী রোজী

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২১ আগস্ট ২০১৭ সোমবার | আপডেট: ০৬:১৭ পিএম, ২৮ আগস্ট ২০১৭ সোমবার

আমি একটা নিহারীকার পথ বেয়ে চলেছি

ছায়াপথ ধরে সেই পথের শেষপ্রান্ত খুঁজেছি

যাদের সঙ্গে দেখা হলো

তারা নিজেরাও নীহারীকার পথটাকে খুঁজে পেয়েছে কিনা জানিনে।

 

কখনো কুয়াশাচ্ছন্ন মনে হয়েছে

তাদের ভালো করে ছোঁয়া যায়না

পথটাকে মিল্কীওয়ে নামে অনেকে জানে

 

সেখানে একজনের সঙ্গে আমার দেখা হলো

কেমন যেন মুটিয়ে গেছে

অথচ শীতের প্রচন্ডতায়

ওর শুকিয়ে যাওয়ার কথা ছিল

কেন তা হলো না

তবে কি ও না ফেরার দেশে থেকে

আমায় হাতছানি দিচ্ছিল।

 

এ গমন যদি হয় স্বেচ্ছাগমন

তবে তো আর কারো সাথে দেখা হওয়ার কথা না

বিশ্বলোকালয়ে যদি তেমন ঘটনা

আরো কারো সাথে ঘটে যায়

সেও কি তবে অচেনাই থাকবে?

চেনা প্রহরের শব্দ উচ্চারণ

তাকে কি কাঁপাবেনা?

আত্মীয় অনাত্মীয় আরো কতজন তো চলে গেলো

কই সবাইকে তো হিরন্ময় পাখির মতো কাঁদতে দেখিনি।

 

একজন যোদ্ধা হয়ে তুমি যখন চলে যাও

পরিবার পরিজন ছেড়ে দিয়ে চলে যাও

তুমি কি সেই মিল্কীওয়ের ঠিকানা খুঁজে পাও কি?

তবু ছায়াপথ ধরে

বারবার ফিরে ফিরে আমাকে দেখ

ছায়াপথ ধরে ধরে

আমাকে টেনে নিয়ে যাও দূর সুদূরে

আমি নীহারীকা হয়ে যাই তোমার মত।