ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

জুতা পড়া পাখি

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ২১ আগস্ট ২০১৭ সোমবার | আপডেট: ০৮:৪১ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার

জুতা শুধু মানুষই পড়ে না! পাখিও জুতা পড়ে! এমনই একটি দৃশ্য দেখা গেছে সিঙ্গাপুরের একটি চিড়িয়াখানায়। চিড়িয়াখানার  একটি ফ্লেমিঙ্গো পাখি জুতা পায়ে ঘোরার দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হলে অনেকেরই নজর কাড়ে। চিড়িয়াখানা থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় পাখিটি জুতা পায়ে ঘুরে বেড়াচ্ছে।


একটি পরিত্যক্ত ডিম থেকে বিশেষ প্রক্রিয়ায় তার জন্ম হয়েছে। তাই মা ছাড়াই একা একা সে চিড়িয়াখানায় ঘুরে বেড়ায়।


ফ্লেমিঙ্গোটির বয়স মাত্র ২ মাস। চিড়িয়াখানার ভেতরে কিছু অংশ পাথরে বাধাই করা। এই পাথুরে অংশে চলাচল করার সময় যাতে তার পায়ে ক্ষত সৃষ্টি না হয় সেজন্য তার পায়ে জুতা পরিয়ে দেওয়া হয়েছে।  

সূত্র: এডিটিভি।