ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

শহীদ মিনারে ভালোবাসায় সিক্ত হলেন নায়করাজ

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:২৪ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হলেন কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। শহীদ মিনারে জানাজা শেষে মঙ্গলবার (২২ আগস্ট) বেলা দেড়টার দিকে নায়করাজের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গুলশানের ইউনাইটেড হাসপাতালে। সেখানেই হিমাগারে বিকাল অবধি রাখা হবে এ কিংবদন্তির মরদেহ।

সেখান থেকে আসরের নামাজের সময় নায়করাজের মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। শেষ জানাজা পড়ানো হবে সেখানেই। এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে এই কিংবদন্তির মরদেহ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএফডিসিতে নিয়ে যাওয়া হয় নায়করাজকে। চলচ্চিত্র পরিবারের সর্বস্তরের সদস্যের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে শেষবারের মতো দেখতে ঢল নামে মানুষের।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নায়ক রাজ্জাক।

ডব্লিউএন