ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

পৃথিবীর উচ্চতম ম্যারাথনে ঢাবি শিক্ষার্থী

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:১৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

মাদকমুক্ত সুস্থ তরুণ সমাজ গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোহাম্মদ ইমতিয়াজ আলম ভারতের হিমাচল প্রদেশে একটি পর্বত অভিযান এবং একটি ম্যারাথনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

চব্বিশ দিনের এই অভিযানে তিনি মাউন্ট স্টক কাংরি (২০ হাজার ১৮৭ফুট) পর্বতের চূড়া স্পর্শ করবেন এবং সমুদ্র পৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উচুতে পৃথিবীর উচ্চতম ম্যারাথন “লাদাখ ম্যারাথনে” ৪২ দশমিক দুই কিলোমিটার দৌড়াবেন।

ওই অভিযানে অংশগ্রহণরে পূর্বে তিনি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।