ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

নিঃশ্বাস থেকে মহাকাশচারীদের খাবার!

প্রকাশিত : ১১:২১ এএম, ২৫ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৩৩ পিএম, ২৫ আগস্ট ২০১৭ শুক্রবার

মহাকাশচারীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নিজেদের নিঃশ্বাস থেকে তৈরি খাবার খেয়েই ক্ষুধা নিবারন করতে পারবেন মহাকাশচারীরা। সম্প্রতি কয়েকজন বিজ্ঞানীকে এই দায়িত্ব দিয়েছে সংস্থাটি।


ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী, মহাকাশযাত্রী ও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বাসিন্দাদের জন্য পুষ্টিকর খাবার তৈরি করতে গবেষণা করছেন বিজ্ঞানীরা। ওই খাবারের মূল কাঁচামাল হল মহাকাশে দিন কাটানো বিজ্ঞানীদের নিঃশ্বাস। শুধু পুষ্টিকর খাবারই নয়, শূন্যে ব্যবহারের জন্য প্লাস্টিকও তৈরি করা হবে ওই বর্জ্য থেকেই।

মহাকাশচারীদের নিঃশ্বাস ও বর্জ্য থেকে তৈরি করা হবে এক ধরনের ইস্ট। মহাকাশচারীদের জন্য এই খাবার স্বাস্থ্যকর হবে বলেই দাবি তাদের। আর এর ফলে খাবারের জন্য তাদের আর পৃথিবীর ওপর ভরসা করে থাকতে হবে না। এই প্রকল্পের প্রধান হলেন মার্ক ব্লেনার। জানা গেছে, ইতিমধ্যেই মহাকাশচারীদের মূত্র থেকে পানীয় জল তৈরি করা হয়েছে। সূত্র : ওয়াশিংটন পোস্ট।

//এআর