ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

সাতক্ষীরায় কলাপাতায় মোড়া শিশুর লাশ

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২৭ আগস্ট ২০১৭ রবিবার

সাতক্ষীরায় একটি পুকুর পাড় থেকে কলাপাতায় মোড়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে শহরের পলাশপোল এলাকায় মেরী স্টোপস ক্লিনিকের পেছনের পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার এসআই প্রবীর দাস বলেন, আনুমানিক ৫ মাস বয়সী মেয়ে শিশুরটির পরিচয় জানা যায়নি। স্থানীয়রা সকালে পুকুর পাড়ে কলাপাতা দিয়ে ঢাকা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

//আর//এআর