ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

চালু হয়েছে লালমনিরহাট-বুড়িমারী ট্রেন চলাচল

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ২৯ আগস্ট ২০১৭ মঙ্গলবার

বন্যায় লাইন ক্ষতিগ্রস্ত হয়ে ১৬ দিন বন্ধ থাকার পর বুড়িমারী-লালমনিরহাট ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইন মেরামত শেষে মঙ্গলবার থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।


হাতীবান্ধা রেলস্টেশনের মাস্টার নূরন্নবী জানান, বন্যায় পানির প্রবল স্রোতের কারণে গত ১২ অগাস্ট লালমনিরহাট-বুড়িমারী রেলপথের হাতীবান্ধা স্টেশন সংলগ্ন এলাকায় ১০৫ ফুট রেললাইন ভেঙে যায়। পরদিন সকাল থেকে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


তিনি জানান, গত ১৬ দিন লালমনিরহাট থেকে ভোটমারী স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করলেও ভোটমারী থেকে বুড়িমারী স্থলবন্দর স্টেশন পর্যন্ত ট্রেন যেতে পারেনি। পানি কমায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে মঙ্গলবার আবার ট্রেন চলাচল শুরু হল।

আর/টিকে