ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

কমলাপুরে ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীদের চরম ভোগান্তি

প্রকাশিত : ১০:০২ এএম, ৩০ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ০৭:২৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

দরজায় কড়া নাড়ছে ঈদ। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে আজ বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেশিরভাগ ট্রেন-ই নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। প্রতিটি ট্রেন ৩০ মিনিট থেকে ঘণ্টা দেরিতে ছাড়তে দেখা গেছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।

স্টেশন ঘুরে দেখা যায়, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া আছে সকাল ৮টা ২৫ মিনিট। টিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল আটটায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি এখনো কমলাপুরে এসে পৌঁছায়নি। এটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল ১০টা ১০ মিনিট। রংপুর এক্সপ্রেস সকাল নয়টায় ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা দেরিতে ঢাকা পৌঁছাবে বলে জানা গেছে।

এছাড়া এদিন সকালে কমলাপুরে আখাউড়াগামী তিতাস কমিউটার, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ের কারণে ২০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

এ বিষয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে চাননি। এদিকে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী শত শত যাত্রী। এসময় প্ল্যাটফর্মে মালপত্র নিয়ে ট্রেনের জন্য অপেক্ষায় দেখা যায় তাদেরকে।

 

//আর//এআর