ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ধীর গতি

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে যানজট পরিস্থিতি সৃষ্টি হয়েছে গাজীপুরের সফিপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায়। এছাড়া ধীরগতি রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। কোথাও কোথাও থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।


সুযোগ পেয়ে বিভিন্ন রুটে বেশি ভাড়া আদায় করছে পরিবহন কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ ও বাড়তি খরচের সম্মুখীন হতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের।


গাজীপুর পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে থেকে পোশাক কারখানা ছুটি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে গতকাল রাত থেকেই যানজটের সৃষ্টি হয়।তবে আজ শুক্রবার দুপুরের আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এখনো বাড়ি ফেরা যাত্রীদের একটা বড় অংশ স্টেশনগুলোতে অপেক্ষা করছেন। পর্যাপ্ত গাড়ি না পেয়ে অনেকেই ট্রাক, পিকআপ ভ্যানে ও বাসের ছাদে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
 //আর//এআর