ঢাকা, মঙ্গলবার   ২৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৪ ১৪৩১

নারায়ণগঞ্জে গরুর হাটে সংঘর্ষ, পুলিশ নিহত

প্রকাশিত : ১১:৫১ এএম, ২ সেপ্টেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৪:০১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার  কোরবানির পশুর হাটে হাসিলের টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুবেল মাহমুদ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ৩০ জন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে গরুর হাটে সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। রাতে ঢাকা মেডিকেল কলেজ  (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আহতদের ঢামেকে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মেঘনার চরে রাধানগর স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ কর্মী রূপা মিয়া, ফারিদ হোসেন ও মহিউদ্দিনসহ কয়েকজন গরুর হাট বসায়। হাটের হাসিল আদায়ের টাকা ভাগাভাগি নিয়ে শুক্রবার বিকালে রূপার দলের সঙ্গে ফরিদ ও মহিউদ্দিনের দলের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

পরে টেটাবিদ্ধ রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আর/ডব্লিউএন