ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

মেয়েকে বিদায় দিতে এসে ট্রেনে কাটা পড়লেন মা

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

চট্টগ্রামে মেয়েকে বিদায় দিতে এসে রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক মায়েররোববার রাতে চট্টগ্রামের বটতলী রেল স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে

নিহত লতিফা বানু (৪৭) নগরীর ঘাট ফরহাদ বেগ এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী।

চট্টগ্রাম জিআরপি থানার ডিউটি অফিসার প্রিয়ময় চাকমা গণমাধ্যমকে বলেন, লতিফা বানুরি মেয়ে ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের যাত্রী ছিলেন। মেয়েকে বিদায় দিতে স্বামীর সঙ্গে গতরাতে স্টেশনে আসেন তিনি। মেয়ের সঙ্গে তারাও ট্রেনে ওঠেন। ট্রেন ছেড়ে দেওয়ার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে লতিফা বানু দুর্ঘটনায় পড়েন।

ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

//আর//এআর