ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

মিরপুরে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে র‌্যাবের অভিযান

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৫ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:১২ পিএম, ২ অক্টোবর ২০১৭ সোমবার

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এসময় বাড়িটির ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ করে বোমা ছোঁড়া হয়েছে

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, মিরপুরের মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণের ছয়তলা ওই বাড়িতে এক ‘দুর্ধর্ষ জঙ্গ‘ অবস্থান করছে খবর পেয়ে সোমবার মধ্যরাতে সেটি ঘিরে ফেলে র‌্যাব। রাত ১টার দিকে ওই বাড়ি থেকে চারটি বোমা ছোঁড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, ওই বাড়িতে অভিযান শুরুর প্রস্ততি চলছে। এদিকে টাঙ্গাইলের এলেঙ্গায়ও জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। সেখান থেকে কয়েকজনকে আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের এই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।

//আর//এআর