ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

ঢাবির ভিসি নিয়োগে আইনের ব্যত্যয় ঘটেনি : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:২৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ নিয়ে বিতর্ক থাকলেও আইনের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, রাষ্ট্রপতি তার নিজস্ব ক্ষমতাবলে আইনি প্রক্রিয়া মেনে সাময়িকভাবে ভিসি নিয়োগ দিয়েছেন। সংবিধানে তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে বলে তিনি এটি করতে পারেন। তিনি ভারপ্রাপ্ত ভিসি নিয়োগ দেননি। একজন উপ-উপাচার্যকে সাময়িকভাবে ভিসি নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আদালত ভিসি নিয়োগ প্যানেল স্থগিত করেছে তারপরও কীভাবে ভিসি নিয়োগ করা হলো-সাংবাদিকদের এ প্রশ্নের  জবাবে শিক্ষামন্ত্রী বলেন,‘নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। তবে আইনের ব্যত্যয় ঘটেনি। রাষ্ট্রপতি এটি করতে পারেন।’

ডব্লিউএন