চাঁদপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন
প্রকাশিত : ০৯:৩৪ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

চাঁদপুরে পারিবারিক কলহের জের ধরে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর অভিযুক্ত দেবরকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। নিহত শারমীন বেগম (২০) ঘাতক ইয়াছিনের বড় ভাই প্রবাসী ইউসুফ মিজির স্ত্রী।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগীতায় ঘাতককে আটক করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
//আর//এআর