ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

খাগড়াছড়িতে কাল বৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:১৮ পিএম, ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার

Stormখাগড়াছড়িতে গত সোমবার রাতে কাল বৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত ২ শতাধিক বাড়িঘর। নষ্ট হয়েছে বহু ফসলি জমি আর গাছপালা। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আম বাগান মালিকরা। জেলা শহর ছাড়াও গোলাবাড়ি, কমলছড়ি, কৃষি গবেষণা এলাকাসহ বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে কাচা বাড়িঘর। এদিকে পৌরসভা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর বিলবোর্ড আছড়ে পড়ায় বন্ধ রয়েছে বিদ্যুত সংযোগ। আকস্মিক এই ঝড়ে খোলা আকাশের নিচে বাস করছে ক্ষতিগ্রস্থ কয়েক’শ পরিবার। তবে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।