হিটলারের গোপন বাংকার আবিষ্কার
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৯:২৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৭ সোমবার

সম্প্রতি ফ্রান্সে হিটলারের গোপন বাংকারের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় এক আলোকচিত্রী মার্ক আসকাট হিটলারের এই গোপন বাংকার আবিষ্কার করেন। ফ্রান্সের উত্তর অংশে এক বনাঞ্চলে এই বাংকারের অস্তিত্ব পাওয়া যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর প্রধান এডলফ হিটলার তার শেষ সময়ে যে বাংকারগুলো ব্যবহার করতেন ফ্রান্সের এই বাংকারটি তার মধ্যেই একটি বলে ধারণা করা হচ্ছে। এখান থেকেই ইংল্যান্ড আক্রমণের নানান ছক আঁকা হত বলে ধারণা করছে ইতিহাসবীদেরা। সম্প্রতি আলোকচিত্রী মার্ক আস্কট তার ছবির জন্য নতুন বিষয় খুঁজতে ফ্রান্সের বনাঞ্চলে ঘুরতে থাকেন তিনি। ঘুরতে ঘুরতেই আবিষ্কার করে ফেলেন হিটলারের এই গোপন বাংকার। ধারণা করা হচ্ছে, এই বাংকারে হিটলারের আগ্রাসনের অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যাবে। তবে আলোকচিত্রী আস্কট বাংকারটির সঠিক অবস্থান গোপন রেখেছেন। সাধারণ জনগনকে এ বাংকার থেকে দূরে রাখতেই তিনি এর অবস্থান জানাননি। সূত্র : বিবিসি
এসএইচ/ডব্লিউএন