ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

মিয়ানমার হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন : ফের বাংলদেশের প্রতিবাদ

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

বাংলাদেশে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার সন্ধ্যায় তাকে তলব করে মিয়ানমারের হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অং মিন্টকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও হস্তান্তর করা হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও ১৪ ও আজ  বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এরই প্রতিবাদ জানানো হয়েছে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে।

এর আগে, আগস্টের ২৭ ও ২৮ এবং এ মাসের ১ তারিখে কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছিল মিয়ানমারের হেলিকপ্টার। ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে প্রতিবাদ জানানো হয়। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিও জানায় বাংলাদেশ।

আরকে/ডব্লিউএন