ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

একমাসে সোয়া এক লাখ জার্সি বিক্রি নেইমারের

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

মাত্র একমাস আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে স্পেনিশ ফুটবল ক্লাব বার্সালোনা থেকে নিজেদের দলে ভিড়িছিলো ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এজন্য তাদেরকে গুণতে হয়েছিলো ২২২ মিলিয়ন ইউরো।

দলবদলে এ ফি’র পরিমাণ দেখে তখন অনেকেরই চোখ কপালে উঠেছিলো। হওয়ারই কথা। কারণ এর আগে দলবদলের বিশ্বরেকর্ড ছিল ১০৫ মিলিয়ন ইউরো। তার দ্বিগুণেরও বেশি মূল্যে বার্সেলোনা থেকে তাকে কিনতে হয়েছে পিএসজিকে। তবে নেইমার ও পিএসজির সমর্থকরা যেন প্রমাণ করে চলেছেন মূল্যটা বাড়াবাড়ি রকমের নয়। প্যারিসে পা রাখার পর গত এক মাসেই এই ব্রাজিলিয়ান তারকার এক লাখ ২০ হাজার জার্সি বিক্রি করে।

নেইমারের জার্সি বিক্রি বাবদ ইতোমধ্যেই প্রায় ৮ দশমিক ৮ মিলিয়ন ইউরো আয় করেছে পিএসজি। নেইমারের পর কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে যোগ দেয়ার পর জার্সি বিক্রির পরিমাণ আরো বেড়ে যায়। সবমিলিয়ে গত মৌসুমের চেয়ে এবার পিএসজির জার্সি বিক্রি প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে নেইমারের জার্সি নির্মাণকারী কোম্পানি পড়েছে মধুর বিড়ম্বনায়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার রিপোর্ট অনুযায়ী, যেই হারে জার্সি বিক্রি হচ্ছে তাতে করে আগামী দুই মাস সমর্থকদের চাহিদা পূরণ করা সম্ভব নয়।

এদিকে পিএসজিতে যোগ দিয়েই নিজের মূল্য বুঝিয়ে চলেছেন নেইমার। এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে পাঁচটি গোল করার পাশাপাশি সমান গোলে অ্যাসিস্ট করেন নেইমার।