ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

বুনো হাতির হামলায় শিশুসহ দুই রোহিঙ্গার মৃত্যু

প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১০:৫৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গাশিবিরের পশ্চিমে মধুরছড়া সংরক্ষিত পাহাড়ে বন্য হাতির হামলায় শিশুসহ দুই রোহিঙ্গা শরনার্থী মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেছে।


নিহত রোহিঙ্গারা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের ফকিরাবাজার এলাকার শামসুল আলম (৫৫) ও তিন বছরের শিশু ছৈয়দুল আমিন।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, উখিয়ার কুতুপালং শিবিরে দুই লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে। নতুন আসা রোহিঙ্গারা আশ্রয়ের জন্য বনজঙ্গল কেটে ফেলছে। ভোররাতে বন্য হাতির দল রোহিঙ্গাদের ওপর হামলা করে। এ সময় অনেকে পালিয়ে যায়। কিন্তু শিশুসহ ওই রোহিঙ্গা হাতির পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


বন বিভাগ বলছে, নতুন আসা রোহিঙ্গারা বন বিভাগের পাহাড় ও জঙ্গল কেটে মাথা গোঁজার ঠাঁই করে নেওয়ার চেষ্টা করছে। এতে বন্য হাতির হামলার শিকার হচ্ছে। এর আগেও মধুরছড়ার সংরক্ষিত ওই পাহাড়ে বন্য হাতির হামলায় এক ব্যক্তি মারা গিয়েছিল।
//এআর