ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

পৃথিবীর সবচেয়ে রঙিন নদী কানোক্রিসটেলস

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

কলম্বিয়ার একটি নদীর নাম কানোক্রিসটেলস। এ নদীকে বলা হয়, ‘স্বর্গ থেকে নেমে আসা নদী।’ যেটাকে তরল রংধনুর নদী ও পৃথিবীর সবচেয়ে রঙিন নদীও বলা হয়। বাস্তবেই রঙের মেলা এখানে।

এ নদীকে অনেকে রঙের স্বর্গ বলে থাকেন। নদীটি পাঁচ দর্শনীয় রঙে রঙিন। জীব-বৈচিত্র্যে ভরপুর আর সৌন্দর্যে পরিপূর্ণ। মনে হয় যেন, সৃষ্টিকর্তা তার নিপুণ হাতে পৃথিবীর এক কোণে রঙ ঢেলে সাজিয়েছেন নদীটিকে।

কানোক্রিসটেলস নামক নদীটি পাহাড় থেকে উত্পন্ন হয়ে ১০০ কিলোমিটার বয়ে গেছে। বছরের বেশিরভাগ সময় পাহাড়ি নদীর মতো ধূসর পাথরের তলদেশ, শান্ত পানি ও পরিষ্কার স্রোত থাকে। বছরের অন্য সময় নদীটি স্বাভাবিক থাকলেও শুষ্ক মৌসুম শেষে বর্ষা মৌসুমে (জুলাই-নভেম্বর) পাঁচটি রঙে রঙিন হয়ে ওঠে।

এ সময় নদীর তলদেশে লাল লতা-গুল্মের মতো তরল পদার্থ, স্রোতের সঙ্গে দুলতে থাকে। কিছু পাথরের গায়ে জমে থাকা সবুজ শ্যাওলার আবরণ, কালচে পাথরের রঙ, হলুদ বালু ও ঝিলমিল স্বচ্ছ পানির নীলাভ আভা (নীল রঙ) নদীর সৌন্দর্য বাড়িয়ে দেয়। যেখানে স্রোত বেশি সেখানে লাল রঙের গুল্ম জাতীয় পদার্থটি পাথরের গায়ে সবচেয়ে বেশি দেখা যায়।

আর/ডব্লিউএন