ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

বার্সার জয়রথ চলছেই

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার

লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা শনিবার রাতে জিরোনার মাঠে দুই আত্মঘাতীর সঙ্গে সুয়ারেজের গোলে - গোলে জয় তুলে নিয়েছে ভালভার্দের দল

এ নিয়ে তারা টানা ষষ্ঠ জয় তুলে নিল চলতি মৌসুমে। এ জয়ের মাধ্যমে যে নেইমারের শূন্যতা বার্সার মাঠের পারফর্মেন্সে কোন প্রভাব ফেলেনি তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা। ম্যাচের ১২ মিনিটে পাল্টা এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে স্বাগতিক শিবির। কিন্তু দগলাস লুইসের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেন। খেলার ১৭ মিনিটে কর্নার থেকেই আলবার ভলি বেনিতেসের পায়ে লেগে দিক পাল্টে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা।

বিরতির আবারও আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় বার্সালোনা। খেলার ৬৯ মিনিটে সুয়ারেসের গোলে জয় নিশ্চিত হয় বার্সার। এ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসির বার্সেলোনা।

/আর/এআর