ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

পিএসসির নবনিযুক্ত দুই সদস্যের শপথ অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:০৩ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:১২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি)-এ সদ্য নিয়োগপ্রাপ্ত দুই সদস্য কাজী সালাউদ্দিন আকবর ও নুরজাহান বেগম এনডিসি শপথ নিয়েছেন।

সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই নতুন দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।


অনুষ্ঠানে আপিল বিভাগে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকসহ পিএসসির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। শপথ শেষে দুইজন সদস্য সরাসরি পিএসসিতে এসে নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি আদেশে সাবেক এই দুই অতিরিক্ত সচিবকে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

 

টিকে