ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

এবার আকাশপথে চলবে ট্যাক্সি

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:২৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

যানজট দুর করতে রাস্তার পরিবর্তে ট্যাক্সি চলবে আকাশপথে হ্যাঁ এমনই এক ধরনের পরিবহন সেবা শুরু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই

সোমবার দুবাইয়ে বিদ্যুৎ চালিত এই ট্যাক্সিটি প্রদর্শন করা হয়। প্রদর্শনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মোকতুম। এ সময় এটি পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হয়।

যুবরাজ শেখ হামাদান বলেন, এটি একটি অভিনব সাফল্য, যা দুবাইয়ের পরিবর্তনের একটি নিদর্শন।

চালক ছাড়াই ট্যাক্সিটি চলতে পারবে। উড়ন্ত ট্যাক্সি নির্মাণ করেছে জার্মানির ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ভোলোকপ্টার।

দুবাইয়ের সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তা মাত্তার আল তায়ের জানান, বিশেষ ট্যাক্সিটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এতে জরুরি অবস্থার জন্য রাখা হয়েছে প্যারাসুট। পরিবেশবান্ধব ট্যাক্সিটি মাত্র দুই ঘণ্টার চার্জেই চলতে পারবে।

সূত্র: খালিজ টাইমস।

 

/আর/এআর