ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

গুগল অ্যাডসেন্সে যুক্ত হলো বাংলা ভাষা

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৪:১৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের অ্যাড নেটওয়ার্ক ‌‘গুগল অ্যাডসেন্স’-এ যুক্ত হলো ‘বাংলা ভাষা’।  গতকাল মঙ্গলবার থেকে গুগল তাদের নেটওয়ার্কে বাংলা ভাষা যুক্ত করেছে।

‘গুগল অ্যাডসেন্স’ ২০০৩ সালে চালু হওয়ার পর থেকেই বিজ্ঞাপন সুবিধা থেকে পিছিয়ে ছিল বাংলা ওয়েবসাইটগুলো। এখন থেকে এই অ্যাডসেন্স চালুর ফলে লাভবান হবে বাংলাদেশ।

গুগল ব্লগে অ্যাডসেন্স টিমের এক পোস্টে বলা হয়, ‌আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের কোটি কোটি মানুষের বাংলা ভাষাকে অ্যাডসেন্স পরিবারের সঙ্গে যুক্ত করা হলো।

বাংলা ভাষার কোনো ওয়েবসাইট অ্যাডসেন্সে যুক্ত করতে হলে, প্রথমে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আর এ আবেদনের ৭২ ঘণ্টার মধ্যেই গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দেবে।

উল্লেখ্য, সহজ উপায়ে কনটেন্ট থেকে নগদ অর্থ উপার্জনে প্রকাশকদের একটি মাধ্যম হলো অ্যাডসেন্স। বাংলা ভাষার পাঠকদের কাছে বিজ্ঞাপন সহজে পৌঁছানোর জন্য বিজ্ঞাপনদাতাদের সহায়তা করবে এটি।

আর/ডব্লিউএন