ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৮ অক্টোবর

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার

প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ (এসইও) পদে এমসিকিউ ও লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশ দিয়েছে ব্যাংকাস্ সিলেকশেন কমিটি (বিএসসি)।

অনলাইনে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ আপলোড করা হয়েছে। পরক্ষীয় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা আগামী ৮ অক্টোবরের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

রবিবার বিএসসির সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ও ঠিকানা পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টিকে