ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

সেমিফাইনালে একুশে টিভি

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে যমুনা টেলিভিশনকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে একুশে টেলিভিশন।

ম্যাচের প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু আক্রমণ চালালেও গোল পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। যমুনা টেলিভিশনের প্রথম শটর্টি আটকে দেন গোলরক্ষক রাজিউর। এরপর ইটিভির হয়ে গোল করেছেন মিরাজ মিজু। এছাড়া, যমুনা টেলিভিশনের আরো দুটি শর্ট রুখে দেন রাজিউর। ইটিভির হয়ে গোল করেছেন দেবাশীষ রয় ও তাজমুল ইসলাম। ম্যাচ সেরা হয়েছেন ইটিভির গোলরক্ষক রাজিউর।

শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল ২৪ এর মুখোমুখি হবে একুশে টেলিভিশন।