ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

সারা রাত ফোন চার্জে দিয়ে যে বিপদ আনছেন

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

আমরা অনেকেই সারা রাত মোবাইল ফোন চার্জে বসিয়ে রাখি। সকালে ওঠে দেখি মোবাইল ফোনে ফুল চার্জ হয়ে গেছে। কিন্তু আপনি এভাবে মোবাইল ফোনে চার্জ দিয়ে কোনো ক্ষতি ডেকে আনছেন নাতো?

জেনে নিন সারা রাত মোবাইল ফোনে চার্জ দিলে কি হয়-

কোন সময়ই দরকারের চেয়ে বেশি সময় ধরে ফোন চার্জে বসিয়ে রাখা উচিত নয়। এভাবে ফোনে চার্জ দিলে একদিকে যেমন ইলেকট্রিক বিল বাড়ছে, অন্যদিকে মোবাইল ফোনের মেয়াদও ফুরাচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফোনের চার্জ ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে গেলেই চার্জে বসান। ৪০ শতাংশের বেশি চার্জ থাকলে মোবাইল চার্জে বসানোর কোনো প্রয়োজন নেই।  

আপনি যদি মোবাইল ফোনের আয়ু বাড়াতে চান তাহলে, চেষ্টা করবেন মোবাইল ফোনকে ঠাণ্ডা পরিবেশে রাখতে। উচ্চ তাপমাত্রা থেকে স্মার্টফোনকে দূরে সরিয়ে রাখুন।

আর/ডব্লিউএন